November 17, 2019, 12:11 pm

বলিউডের প্রভাবশালী নারী আনুশকা

বলিউডের প্রভাবশালী নারী আনুশকা

বিনোদন ডেস্ক:বলিউডের প্রভাবশালী নারীর তালিকায় নাম উঠেছে বলিউডের আলোচিত অভিনেত্রী আনুশকা শর্মার।

এ বছর ফরচুন ইন্ডিয়ার ‘পাওয়ারফুল উইম্যান’-২০১৯ এর তালিকায় নাম উঠে এসেছে আনুশকা।

হিন্দুস্তান টাইমস জানায়, বলিউড নায়িকাদের মধ্যে এই তালিকায় শুধুমাত্র নাম উঠেছে আনুশকার। ‘পাওয়ারফুল উইম্যান’-২০১৯ এর সেরা ৫০ এর মধ্যে ৩৯তম স্থানে অবস্থান করছেন এ অভিনেত্রী।

শুধু অভিনয়ে নয় প্রযোজনাতেও সমানভাবে সাফল্য পেয়েছেন অনুশকা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তাতেও সবার থেকে এগিয়ে তিনি। এ সব বিবেচনা করেই ফরচুনের লিস্টে উঠে এলেন তিনি।

এই তালিকায় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ঋতু কুমারের সঙ্গে একই স্থানে রয়েছেন প্রযোজক একতা কাপুরও।

নিউজটি শেয়ার করুন
Copyright By: Jaflong View
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ